মাল্টিমিডিয়া কি?
প্রিয় পাঠক আমরা প্রায় সবাই মাল্টিমিডিয়া শব্দটির সাথে ভালো ভাবে পরিচিত কিন্তু মাল্টিমিডিয়া কি?এর অর্থ কি?তা আমরা অনেকেই জানিনা তাই আজ আমি এর সমাধান নিয়ে এসেছি?
মাল্টি শব্দের অর্থ বহু এবং মিডিয়া শব্দের অর্থ মাধ্যম।অর্থ্যাৎ মাল্টিমিডিয়া শব্দের শাব্দিক অর্থ বহুমাধ্যম।মাল্টিমিডিয়া এমন একটি সমন্বিত ব্যবস্থা যাতে একাধিক মিডিয়া যেমনঃটিভি,কম্পিউটার,টেলিফোন,ও অন্যান্য উন্নত আরো কিছু প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সচল,সজীব ও আকর্ষনীয় কম্পিউটার ভূবন তৈরী করা যায়।সাধারণত কম্পিউটারে কাজ করার পাশাপাশি ছবি দেখা,গান শোনা ইত্যাদি কাজ করা যায়।একই যন্ত্র দিয়ে এরুপ বহুবিধ কাজ করা যায় বলে একে মাল্টিমিডিয়া বলে।
2019-02-26 05:23:18 -0500
Back to home